পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০, ১৫:০৬

পঞ্চগড়ে গত তিন ধরে তাপমাত্রা কমছেই। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। ফলে জেলায় জেঁকে বসেছে শীত। সকাল থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শুক্রবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। যা গত বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম। তবে ওই দিনও তার আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছিল।

শুক্রবার সকাল থেকে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। ঠান্ডার কারণে দিনমুজুররা ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছে। দ্রুত তারা সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা উঠা-নামা করছে। শুক্রবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :