বাউফলে লাউগাছ লাগানোকে কেন্দ্র করে নারী খুন

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

লাউগাছ লাগানোকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় রানী বেগম (৫৫) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে বড় রাঢ়ি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রানী বেগম ওই গ্রামের কাশেম রাঢ়ির স্ত্রী। এ ঘটনায় পুষ্প বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর ৮টার দিকে রানী বেগম তার বাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে লাউগাছ লাগাতে ছিল। এমন সময় বাধা দেয় প্রতিবেশী হালিম রাঢ়ি ও তার স্ত্রী পুষ্প বেগম। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে হালিম রাঢ়ি এক পর্যায়ে দা-এর উল্টো পিঠ দিয়ে সজোরে রানী বেগমের ঘাড়ে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় রানী বেগমকে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অভিযুক্ত হালিম ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/কেএম)