ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদককারবারি আটক

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২০, ১৭:৩১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টায় সরাইল উপজেলার গোগদ নামক এলাকায় চেকপোষ্ট বসায় হাইওয়ে পুলিশ। সার্জেন্ট মাহমুদুল ইসলাম ঢাকা অভিমুখী একটি জেড মেট্রো পিকআপ ট্রাককে থামার নির্দেশ দিলে তা পালিয়ে যাবার চেষ্টা চালায়। হাইওয়ে পুলিশ ধাওয়া করে কুট্টাপাড়া এলাকায় গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আটক তওফিক মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলানিয়া গ্রামের সামসুল আলমের ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/পিএল)