পঞ্চগড় পৌরসভা নির্বাচন; ধানের শীষ প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৮:১২ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২০, ১৭:৫৮

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ও রিক্সা ভাংচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌর এলাকার তুলারডাঙ্গা মহল্লায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর তুলারডাঙ্গা এলাকায় তৌহিদুল ইসলামের পক্ষে প্রচার চালানো হচ্ছিল। এ সময় মিলন ইসলাম সাগর ও তুষার নামে দুই যুবক প্রচার মাইক ও রিক্সা ভাংচুর করে। এক পর্যায়ে তারা রিক্সা চালক নয়নকে মারপিট করে তার মোবাইল ফোনের মেমোরি কার্ড ছিনিয়ে নেয়।

তৌহিদুল ইসলাম বলেন, প্রথমদিনই আমার প্রচারণার মাইক ও রিক্সা ভাংচুর করেছে। আমি রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করেছি। গত কয়েকদিন আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রথম অভিযোগ হিসেবে আমি প্রার্থীদের সতর্ক করে দিয়েছি। ফের এমন ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :