বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৬:০৮ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯

কুষ্টিয়ায় নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা বলেন, ‘যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তারই নবনির্মিত ভাস্কর্য ভাঙার সাহস মৌলবাদীরা কোথা থেকে পেল। কারা তাদের মদদ দিচ্ছেন। খুঁজে বের করতে হবে। যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জাতির পিতার ভাস্কর্য সারাদেশের প্রতিটি জেলায় স্থাপিত করতে হবে। মৌলবাদীরা এতে বাধা দিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।’

জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পিপি ওসমান গণি, সদস্য রফিকুল ইসলাম, নওশের আলী, বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, রাজিব রায় সঞ্জয়, প্রবীর মুখার্জি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :