‘দুর্নীতিবাজদের চেয়ে অল্প শিক্ষিত মেয়র ভালো’

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:০৭ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:৫৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ১৬ বছর সিংড়া পৌরসভার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। সেই উন্নয়ন বঞ্চিত পৌরসভাকে মাত্র সাড়ে ৪ বছরে আলোকিত করেছে মেয়র ফেরদৌস। করোনা-বন্যায় অসহায় মানুষের মাঝে ছুটে গেছে। আজ পৌরসভায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। দুর্নীতিবাজদের চেয়ে একজন অল্প শিক্ষিত মেয়র অনেক ভালো।

মুজিব শতবর্ষ উপলক্ষে রবিবার বিকাল ৫টায় সিংড়া বাস টার্মিনালে পৌরসভার গুরুত্বপূর্ণ ১০ পয়েন্টে ২১টি সিসিটিভি স্থাপন ও ১০টি ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

পলক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। রূপকল্প দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, তা বাস্তবায়নের পথে। অল্প সময়ের মধ্য বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। করোনার এই মহামারি মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় বাস্তবতায়। ডিজিটালের কারণে দেশ এগিয়ে গেছে, জনগণের সুযোগ সুবিধা বেড়েছে। এতে দুর্নীতি ও হয়রানি কমেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, জেলা আ.লীগের সদস্য বিশ্বনাথ দাস, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :