হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:১২

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, সময়মতো অক্সিজেন না দেওয়ায় ফালাক নামের ১০ মাস বয়সী শিশুটি মারা যায়। রবিবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

পরিবারের লোকজনের অভিযোগ, ১০ মাস বয়সের শিশু ফালাককে শনিবার রাত দশটির দিকে শ্বাসকষ্টজনিত রোগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তার অবস্থা আরও খারাপ হয়। সময় মত অক্সিজেন না দেওয়ায় ৮টায় শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শিশুটির হার্টের সমস্যা ছিল। সকালে তাকে অক্সিজেন দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে ওয়ার্ড বয় অক্সিজেন আনতে যায়। অনেক বাচ্চা ভর্তি থাকার কারণে অক্সিজেন দিতে ৫-১০ মিনিট দেরি হয়েছে। এরই মধ্যে বাচ্চাটি মারা যায়।

ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :