ভূরুঙ্গামারীতে সাংবাদিককে হত্যার চেষ্টা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হত্যাচেষ্টার অভিযোগে ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টুকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন।

এ ঘটনায় এমদাদুল হক মন্টু বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন শুক্রবার এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের দুজন কর্মচারীকে মারধর করেন। খবর পেয়ে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌঁছলে ওই ইউপি চেয়ারম্যান তার মাথায় কংক্রিটের ভারী খন্ড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান সদর ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ভুরুঙ্গামারী এএসপি (সার্কেল) শওকত আলী বলেন, সদর চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে জনগন অতিষ্ঠ হয়ে পড়েছেন। একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :