‘অর্থনীতিতে অনেক অগ্রগতি আরও ভালোর সুযোগ আছে’

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ১০:২০

স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক শক্ত অবস্থানে এসে দাঁড়িয়েছে। তবে আরো বেশি ভালো করার সুযোগ ছিলো বলে মনে করেন অর্থনীতি খাতের অন্যতম বিশ্লেষক আহসান এইচ মনসুর।

৪৯তম বিজয় দিবস উপলক্ষে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এ নির্বাহী পরিচালক ঢাকা টাইমসকে বলছেন, ‘দেশের অর্থনীতি এখন যে অবস্থায় আছে সেটাকে অবশ্যই বলতে হবে অনেক দূর এগিয়ে এসেছি। দারিদ্রের হার অনেক কমে এসেছে। ৭০ থেকে ৮০ ভাগ দরিদ্র থেকে ২০ ভাগে এসেছি। সামাজিক অনেকগুলো ইনডেক্সে উন্নতি ঘটেছে আমাদের। এটা অনেক বড় অর্জন।’

তবে বাংলাদেশের আরো বেশি ভালো করার সুযোগ ছিলো মন্তব্য করে এই অর্থনীতিবিদ বলেন, ‘অনেক দেশ আমাদের থেকে পিছিয়ে থেকেও ভালো করেছে। আমরা হয়তো আফ্রিকার অনেক দেশের চেয়ে অর্থনীতিসহ নানা ক্ষেত্রে ভালো করেছি। অনেক দেশ পিছিয়ে পড়েছে আমরা সামনে এগিয়েছি।’

আহসন এইচ মনসুর বলেন, ‘তবে এশিয়ার অনেক দেশ থেকে আমরা পিছিয়ে আছি। যেমন ভিয়েতনাম, চায়না আমরা একসঙ্গে চলতে শুরু করলেও তারা এগিয়ে গেছে। নব্বইয়ের দশকে ভিয়েতনাম এবং আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া শুরু করেছি।’

বৈশি^ক অর্থনৈতিক বিভিন্ন ইনডেক্স অর্জনের বিষয় নিয়ে জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, ‘এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। আমরা যে মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশে যাওয়ার কথা বলছি সেখানে অনেক কাজ আছে। বিশালভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে আমরা অকে পিছিয়ে আছি। এখানে মনোযোগ দিতে হবে অবশ্যই। অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক বিষয়ে সরকারকে আরো বেশি সক্রিয় হতে হবে।’

দুর্নীতি যত বেশি হবে তত টাকা পাচার হবে এমন দাবি করে আহসান মনসুর বলেন, ‘দুর্নীতির কারণে অনেক সমস্যা হচ্ছে। অনেক পরিবারের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গেলে আর ফিরতে চায় না। তাদের দেশে ফিরতে না চাওয়ার পেছনে দুর্নীতি অনেক বড় একটি কারণ।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

সাক্ষাৎকার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সাক্ষাৎকার এর সর্বশেষ

‘স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির স্বার্থে সরকারকে ভারসাম্যমূলক নীতি-উদ্যোগ গ্রহণ করতে হবে’: ড. আতিউর রহমান

প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল আর্মিরা ধরে নিয়ে যাবে: ফরিদা খানম সাকি

দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত: ক্যাব সহ-সভাপতি নাজের হোসাইন

জন্ম থেকেই নারীদের যুদ্ধ শুরু হয়: নারী উদ্যোক্তা ফরিদা আশা

নারীরা এখন আর পিছিয়ে নেই

ভবন নির্মাণে সিটি করপোরেশনের ছাড়পত্র নেওয়ার নিয়ম করা উচিত: কাউন্সিলর আবুল বাশার

তদারকি সংস্থা এবং ভবন নির্মাতাদের দায়িত্বশীল হতে হবে: অধ্যাপক আদিল মুহাম্মদ খান

বেইলি রোডের আগুনে রাজউকের ঘাটতি রয়েছে: মো. আশরাফুল ইসলাম

নতুন করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে ভবন অনুমোদন দিতে হবে: ইকবাল হাবিব

বীমা খাতে আস্থা ফেরাতে কাজ করছি: আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারী

এই বিভাগের সব খবর

শিরোনাম :