ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ১২:৩৯

মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের হয়। এতে অনাকাংঙ্খিত পরিস্থিতি এড়াতে পৌরশহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার রাত সারে ১১টায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান এ আদেশ জারি করেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক করতে ও মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে পালনের উদ্দেশে এ আদেশ জারি করা হয়। বুধবার দুপুর ২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেনের উপর হামলার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ হয়। এসময় বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ আহমদসহ উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পৌরশহরের ব্যবসায়ীরা আতঙ্কিত।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উদ্ভুত পরিস্থিতি শান্ত করতে ও সহায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :