বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই নেই: ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ১৪:১০

‘পাকিস্তানি প্রেতাত্মারা আবারও জেগে ওঠার স্বপ্ন দেখছে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাহস দেখায়। আরেকটি ভাস্কর্য ভাঙচুর করা হলে, দুর্বৃত্তকারীদের ঠিকানা হবে বাংলাদেশের অন্ধকার কূপে। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না।’

১৬ ডিসেম্বর দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব বলেন।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের ভাস্কর্য ভাঙার সাহস শেকর থেকে নির্মূল করতে হবে। সৈনিকদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’

বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের চোখের মনি হয়ে চিরদিন বেঁচে থাকবে। আর শেখ হাসিনা থাকবেন এদেশের জনগণের মুকুট হয়ে।’

স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে হুইপ বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, বাঙালি জাতিকে হত্যা করে এদেশকে বাঙালি জিরো করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল এদেশের কাঠামোকে। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের মানুষ ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আজ আবারো স্বাধীনতা বিরোধীরা জানান দেয়ার চেষ্টা করছে, কিন্তু স্বাধীনতা চেতনার মানুষের এক বিন্দু রক্ত থাকতে তা সফল হতে দেবে না।’

৫০ বছরের এই বিজয়কে ধারণ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়াম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও হুইপ ইকবালুর রহিম চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :