কুড়িগ্রামের সীমান্তে পিস্তল-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০২০, ১৩:৪০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ১৪:২৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা সীমান্তের এক বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, ৪৩৪টি ইয়াবা ট্যাবলেট ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃস্পতিবার রাত ২টায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি জানায়, গোপন সংবাদে বিজিবি অনন্তপুর ক্যাম্পের সহযোগিতায় লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের হাবিলদার রফিকের নেতৃত্বে সীমান্তে অভিযান চালানো হয়। এসময় আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৭-এর সাব পিলার ৫ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় মাদক চোরাকারবারি ফজলে রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ৪৩৪টি ইয়াবা এবং আট কেজি গাঁজা জব্দ করে কাশিপুর বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলেই পালিয়ে গেছে। 

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, মাদক চোরাকারবারি ফজলে রহমানের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/পিএল)