তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:২৭ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিনদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশার কারণে উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঠান্ডার কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বর হননি। দুপুর থেকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ।

এদিকে, গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন উপজেলার নিম্ন আয়ের মানুষেরা। স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত সরকারিভাবে তেমন কোন সহযোগীতা পাননি তারা।

অন্যদিকে, গরম কাপড়ের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, তিনদিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয় পর্বত কাছে হওয়ায় এবং উত্তর থেকে পাহাড়ি হিমেল হাওয়া লাগাতার কয়েকদিন থেকে বয়ে আসায় এ উপজেলায় গত বুধবার ১২ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও বৃহস্পতিবার হঠাৎ করে তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রিতে নেমে যায়।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :