তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০, ১২:৫৪

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত ৪দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শুত্রবার উপজেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এবারের শীতে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। গত বৃহস্পতিবার ১০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘনকুয়াশায় কষ্টে আছেন উপজেলার নিম্ন আয়ের মানুষেরা। এদিকে, সকাল থেকে সূর্যের মুখ দেখা দিলেও উত্তাপ কম থাকায় জবুথবু সাধারণ মানুষগুলো।

অন্যদিকে, শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :