২০২০ সালের সেরা যত গেমস

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:১০

২০২০ সালের বেশিরভাগটা ছিল করোনাভাইরাসের দখলে। ফলে মানুষ ছিল ঘরবন্দি। এই বন্দিজীবনে তাদের সময় কেটেছে ভার্চুয়ালে। তাই অনেকেই অবসরে গেমস খেলে সময় কাটিয়েছেন। তাই গেমস নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ভালো ভালো গেমস ডেভেলপ করেছে।

চলতি বছর একগুচ্ছ নতুন সিপিইউ ও জিপিইউ বাজারে এসেছে। এছাড়াও নতুন গেমিং কনসোল বাজারে এনেছে এক্সবক্স ও সনি। এছাড়াও এসেছে গুগল স্টেডিয়ার মতো ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম।

নতুন গেমিং হার্ডওয়্যারের সঙ্গে চলতি বছর বাজারে এসেছে একাধিক নতুন গেম। এক নজরে চলতি বছর লঞ্চ হওয়া সেরা গেমসগুলো সম্পর্কে জেনে নিন।

সাইবারপাঙ্ক ২০৭৭

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে এসেছে সাইবারপাঙ্ক ২০৭৭। ২০২০ সালের ডিসেম্বরে পিসি, এক্সবক্স ও প্লেস্টেশন প্ল্যাটফর্মে এই গেম লঞ্চ হয়েছে।

ডুম ইটারনাল

ডুম ইটারনাল গেমের সঙ্গে অনেকেই পরিচিত। চলতি বছর এই গেমের নবম ভার্সন সামনে এসেছে। পিসি, এক্সবক্স ও প্লেস্টেশন প্ল্যাটফর্মে নতুন ডুম ইটারনাল খেলা যাবে।

কল অব ডিউটি: ওয়ারজোন

এটা একটা ব্যাটেল রয়্যাল স্টাইল গেম। পাবজি অথবা ফর্টনাইট খেলতে পছন্দ করলে কল অব ডিউটি: ওয়ারজোন আপনার ভালো লাগবে। পিসি, এক্সবক্স ও প্লেস্টেশন প্ল্যাটফর্মে খেলা যাবে এই গেম।

ডার্ট ৫ রেসিং গেম ভালোবাসেন? দেখে নিন ডার্ট ৫। গুগল স্টেডিয়াতে এই গেম খেলা যাবে। এই গেমে থাকছে দুর্দান্ত গ্রাফিক্স।

ঘোস্ট অব সুশিমা

শুধুমাত্র প্লেস্টেশন থেকে এই গেম খেলা যাচ্ছে। থাকছে ওপেন ওয়ার্ল্ড গেম প্লে এক্সপেরিয়েন্স।

অ্যাসাসিন্স ক্রিড ভালহালা

২০২০ সালের অন্যতম সেরা গেম এটি। দুর্দান্ত স্টোরি লাইন আর গ্রাফিক্সের জন্য এই গেম জনপ্রিয়তা পেয়েছে। পিসি, এক্সবক্স ও প্লেস্টেশন প্ল্যাটফর্মে খেলা যাবে অ্যাসাসিন্স ক্রিড ভালহালা।

স্পাইডার-ম্যান: মাইল মরালস

এই গেমও শুধুমাত্র প্লে স্টেশন থেকেই খেলা যাবে। থাকছে রিয়েল টাইম রে ট্রেসিং ফিচার।

মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর

এটা সবথেকে ভালো গ্রাফিক্সের ফ্লাইট সিমুলেটর গেম। থাকছে রিয়েল ওয়ার্ল্ড ফ্লাইট ও এয়ারপোর্ট। শুধুমাত্র উইন্ডোজ ১০ গ্রাহকরা এই গেম খেলতে পারবেন।

অ্যানিম্যাল ক্রসিং: নিউ হরাইজন্স

এটাও ২০২০ সালের অন্যতম জনপ্রিয় গেম। আপাতত শুধুমাত্র নিনটেন্ডো সুইচে এই গেম খেলা যাচ্ছে।

ফাইনাল ফ্যান্টাসি ৭ রিমেক

এই গেমে থাকছে দুর্দান্ত গ্রাফিক্স। ফাইনাল ফ্যান্টাসি ৭ আপনার ভালো লাগলে এই গেম খেলে দেখতে পারেন।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :