জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০, ১৬:২২

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে পৌর শহরের প্রফেসর পাড়ায় পাঁচ শতাধিক দুঃস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।

কম্বল নিতে আসা হারাইল গ্রামের সখিনা বেওয়া (৭৫) কম্বল পেয়ে বলেন, ‘শীতে জীবন যায় যায়, আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ ওনাদের ভালো করুন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, ‘কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুশি। আমরা যার যার অবস্থান থেকে এই সব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই।’

কম্বল বিতরণকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি নূর ই আলম হোসেন, সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সহসাধারণ সম্পাদক রফিকুল আলম আকন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :