কালিয়াকৈরে ২৭৪ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৬:৪৪ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২০, ১৬:২৫

গাজীপুরের কালিয়াকৈরে ২৭৪ বোতল বিদেশি ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শনিবার গভীর রাতে উপজেলার উত্তর হিজলতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার সিঙ্গীমারী এলাকার স্বপন কুমার দাস ও একই জেলার হাতিবান্দা থানার পূর্ব সিন্দুর্না এলাকার ফরহাদ হোসেন।

সূত্র জানায়, র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানকারী দল গোপন সূত্রে জানতে পারে, ফেনসিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুরের দিকে আসছে। পরে তাৎক্ষণিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন উত্তর হিজলতলী শিলা বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পূর্ব পাশে মিথিলা সার্ভিসিং সেন্টারের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান চালানো হয়। এসময় ২৭৪ বোতল বিদেশি ফেনসিডিল, একটি ট্রাক, নগদ ১০ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুর র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :