নড়াইলে চোরাইকৃত মোবাইল ফোনসহ একজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:২০

নড়াইলের চোরাইকৃত আটটি মোবাইল ফোনসহ বাবুল শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অঅটক করা হয়।

গ্রেপ্তার বাবু শেখের বাড়ি লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে।

পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর নড়াইলের নড়াগাতী থানার চান্দেরচর বাজারের একটি দোকান থেকে ৪১টি মোবাইল ফোন এবং দেড় লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় পরের দিন নড়াগাতী থানায় মামলা করা হয়। এরপর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) আনিসুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া বাকি মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও মাসুদ রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেন, এএসআই আনিসুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :