হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক-হেলপারদের প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯

সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের উদ্যোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন চালক ও তাদের সহকারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অফিসকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমীন, বিশ্বরোড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. রায়হান, হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রাজ্জাক।

এসময় ট্রাক, বাস, গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরা, শাহবাজপুরসহ হাইওয়ের বিভিন্ন স্থানে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন হাইওয়ে পুলিশ।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :