মানিকগঞ্জে চার ইট ভাটাকে জরিমানা

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০২০, ২২:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ২২:০৫

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সঠিক মাপের ইট প্রস্তুত না করায় মানিকগঞ্জের চারটি ইটভাটাকে দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল জানান, জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- সদর উপজেলার এএসি, এএসি-২, ডায়না ও এসআরওয়াই ব্রিক্স। সরকারি আইন অনুযায়ী একটি ইটের পরিমাপ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় যথাক্রমে ২৪, ১১.৫ ও ৭ সেঃমি ও এর নামফলক ১৩/৫/০১ সেঃ মি হওয়ার কথা।

তিনি আরো জানান, ওই চারটি ইটভাটা নির্দিষ্ট পরিমাণের চাইতে ছোট আকারের ইট বানাচ্ছিল। অভিযানে এর সত্যতা পাওয়া গেলে এএসির দুইটি ভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা, ডায়না ব্রিক্সকে ১ লাখ টাকা ও এআরওয়াই ব্রিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এলএ)