বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০, ১১:২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত এলাকার বেইলি ব্রিজটি ভেঙে যায়। এর ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ভোররাতে মুদি দোকানের বিভিন্ন মালামাল বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হচ্ছিল। ব্রিজের ওপর ওঠামাত্র সেটি ভেঙে যায়। এতে ব্রিজটি ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন জানায়, ওই ব্রিজটি দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবে না জেনেই ভোরে ব্রিজটি পার হওয়ার চেষ্টা করেন ট্রাকচালক। নড়বড়ে ব্রিজটি পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :