‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ কুইজ প্রতিযোগিতায় ল্যাপটপ জিতেছে খানসামার রিমন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩২

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মহাজীবন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানের পরিধিকে বাড়াতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ কুইজ প্রতিযোগিতায় ল্যাপটপ জিতেছে দিনাজপুরের খানসামার শিশু রিয়াজ ইসলাম রিমন। বাবার মোবাইল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নেয় উপজেলার আকবর আলী শাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসান আলীর ছেলে রিমন।

গত মঙ্গলবার রাত ৮টার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কুইজ অনুষ্ঠিত হয়। কুইজের ‘শেয়ার করেও জিতুন’ এর তৃতীয় সপ্তাহের ‘লাইভ লটারি’তে ৪২ হাজার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে পঞ্চম বিজয়ী হিসেবে রিমনের নাম ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্কুলশিক্ষক হাসান আলী বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার ফোনে কল আসে। কল রিসিভ করলে অপর পক্ষ থেকে বলে, আমি আইসিটি প্রতিমন্ত্রী পলক বলছি। রিমনের সঙ্গে কথা বলতে চাই। সে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। আমার সম্পর্কে জানতে চাইলে আমি আমার পরিচয় ও কর্মস্থলের কথা তুলে ধরি। এরপর আমার কর্মস্থল আকবর আলী শাহ্ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব না থাকায় স্কুলে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী আমার ছেলে রিমনের সঙ্গে কথা বলে তাকে তার পুরস্কার ল্যাপটপের কথা জানিয়ে সাফল্য কামনা করেন।’

ল্যাপটপ বিজয়ী রিমন বলেন, ‘টিভিতে দেখে বাবার মোবাইল দিয়ে বঙ্গবন্ধু কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী হয়েছি। আমি এবার সৈয়দপুর টেকনিক্যাল স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছি। ভবিষ্যতে একজন ভাল কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। সকলে দোয়া করবেন।’

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :