পাকা বাড়ি পাচ্ছে খানসামার ৪১০টি গৃহহীন পরিবার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২০, ২০:২৯

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা বাড়ি পাচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার ৪১০টি গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহার পেয়ে খুশি ভূমিহীন পরিবারগুলো।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ছয় ইউনিয়নে গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণের কাজ চলছে। কোথাও কাজ শেষের দিকে।

আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের ভূমিহীন গেন বালা বৈশ্য পাটখড়ি ও বাঁশের বেড়া এবং জরাজীর্ণ টিনের চালার একটি বাড়ির সামনে বসে রোদ পোহাচ্ছেন। এসময় কথা হয় তার সঙ্গে। প্রধানমন্ত্রীর দেওয়া পাকা বাড়ি ও দুই শতক জমির খবরে যেন খুশির শেষ নেই তার।

তিনি জানান, বিয়ের কয়েক বছর পর তার স্বামী মারা গেছেন। সন্তানাদি না থাকায় অন্যের বাড়িতে কাজ করে কুড়েঘরে জীবনযাপন করেন তিনি।

পাকা বাড়ি পেয়ে খুশিতে কান্না জর্জরিত কণ্ঠে তিনি বলেন, ‘বাড়ি পেয়া মুই খুবই খুশি হইছু। মুই স্বপনেও ভাবো নাই কোনদিন ইটের বাড়ি পাইম। প্রধানমন্ত্রীক আর্শিবাদ করেছো।’

একই এলাকার ৭৪ বছর বয়সী জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মুই বুড়া (পুরাতন) টিন আর সিনডার (পাটখড়ি) চাটি (বেড়া) দিয়া ঝুপড়ি ঘর করি আছো। বাইরোত ভাত আন্দি (রান্না) খাও। মুই মেলা কষ্ট করি জীবন চালাছো। কয়দিন আগত ইউএনও মোর বাড়িত আসি ছবি তুলি নিছে আর কয়া গেইছে মোক নাকি শেখের বেটি বাড়ি দেছে। যাক ভগবান শেখের বেটির ভাল করুক।’

খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বিধবা জরিনা খাতুন বলেন, ‘সরকার হামাক ঘর দেছো, হামরা ঘর পেয়া মেলা খুশি। হামার আর থাকিবার কষ্ট হইবে না। ঝড়-বৃষ্টিতেও আরাম করি ঘুমিবার পারেমো। মুই আর ভিক্ষাও করিম না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রতিশ্রুতিকে সামনে রেখে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক তাদের জন্য পাকা গৃহ নির্মাণের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সময়মতো এ কাজ শেষ করার পাশাপাশি নির্মাণ কাজের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :