মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৫

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জে জালিয়াতি করে ভুয়া সন্তান সেজে বীর মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করে আত্মসাতের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার যুবকের নাম সন্তোষ পাল (২০)। তিনি  জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর  গ্রামের মৃত সাধন পালের ছেলে। 

জেলার দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের পরিমল পাল মুক্তিযোদ্ধা ছিলেন (ভারতীয় তালিকা নম্বর-২৪৪৩৯)। দেশ স্বাধীনের কয়েক বছর পর তিনি ও তার দুই ভাই ভারতে চলে যান। বাংলাদেশে পরিমল পালের স্ত্রী, সন্তান কেউ নেই। কিন্তু মুক্তিযোদ্ধা পরিমল পালের ছেলে সেজে দুই লাখ ১০ হাজার টাকা ভাতা উত্তোলন করেন দোয়ারাবাজার উপজেলার গুরেশপুরের সাধন পালের ছেলে সন্তোষ পাল।

এ ঘটনায় কাবিলাখাইয়ের পার্শ্ববর্তী সলফ গ্রামের বীর মুক্তিযোদ্ধা গেদা আলীর ছেলে ইসমাইল আলী চলতি বছরের ৫ জানুয়ারি সন্তোষ পালের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেন। 

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/কেএম)