বেনাপোলে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:১২ | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২০, ১৭:২৮

‘নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেনাপোল পৌরসভার ছোট আচড়া বাইপাস সড়কে ডায়াবেটিক রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে। এতে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।

শুক্রবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিস্ট ব্যবসায়ী শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

বেনাপোল ভোরের সাথী নামে একটি সংগঠন এই ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের পাঁচটি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে চারজন ডাক্তার নিয়োজিত ছিলেন। তারা হলেন, ডাক্তার সিরাজুল ইসলাম, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. আব্দুল মান্নান ও ডা. আব্দুর রাজ্জাক।

সকাল থেকে বিকাল পর্যন্ত রোগীদের রক্ত পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও পরামর্শ দেয়া হয়।

প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন রোগীরা। শুধু বেনাপোল নয়, পুরো শার্শা উপজেলায় এই চিকিৎসা সেবা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তারা।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :