উলিপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে এসপি

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের উলিপুরে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। শুক্রবার বিকালে মতিঝিল মডেল হাই স্কুল-১৯৯৪ ব্যাচের উদ্যোগে উলিপুর থানা চত্বরে উপজেলার উমানন্দ কুরআনের আলো হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীসহ ৩০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার।

কম্বল হাতে পেয়ে হাসিমুখে ছকিনা, সুরুজভান, কছভান, হাজেরা, আমিনাসহ অনেকেই বলেন, এতদিন ঠান্ডাত আছনু বাহে। হামার এতি খুব জার (ঠান্ডা)। এসপি হামাক কম্বল দিছে। এলা হামরা গরমোত থাইকমো। এসপি ভালো মানুষ। হামরা দোয়া করি আল্লাহ্ তার ভালো করবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, থানার ওসি ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, মতিঝিল মডেল হাই স্কুল-১৯৯৪ ব্যাচের রিয়াজ আহমেদ, তারেক, শামীম, জিয়া, তপুর, খাইরুল প্রমুখ।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গত বছরের মতো তার ব্যক্তিগত উদ্যোগে এবারেও জেলার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, এসপি মহিবুল ইসলাম খান কুড়িগ্রাম থেকে বদলির আদেশ পেয়েছেন। তিনি আগামী ২৯ ডিসেম্বর কুড়িগ্রাম ত্যাগ করবেন। তার পরবর্তী কর্মস্থল পাবনা। জেলা ছেড়ে যাওয়ার মুহূর্তেও মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/কেএম)