নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও সোহাগ হোসেন

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২০, ২০:০৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০, ২০:৩৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

ইউএনও সোহাগ হোসেন। বদলে দিয়েছেন আড়াইহাজার উপজেলা প্রশাসন। আড়াইহাজারবাসীর মুখ তিনি উজ্জ্বল করেছেন। চলতি বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদেরকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ হারুন। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনারের পিএএ মোস্তাফিজুর রহমান।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ছয়জন কর্মকর্তার মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার মনোনীত করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২০ সালের কর্মদক্ষতা বিবেচনায় নেয়া হয়।

সোহাগ হোসেন শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, তার এ পদক প্রাপ্তির পেছনে আড়াইহাজার উপজেলার সবার অবদান রয়েছে। এটি তার একার নয়। সবার সহযোগিতা থাকায় তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পেরেছেন।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/কেএম)