কুড়িগ্রামে কবি শামসুল হকের জন্মদিন পালন

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:০৭

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশবরেণ্য কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৬ তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন কবির সমাধিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেছেন।

এসময় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভায় বক্তারা সৈয়দ শামসুল হকের সমাধিটি অযত্ন আর অবহেলায় পরে থাকার জন্য ক্ষোভ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী ঘোষিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম সৈয়দ শামসুল হকের নামে করার জন্য দাবি তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

এদিকে কবির জন্মদিন উপলক্ষে উত্তরবঙ্গ যাদুরঘর কবির বিভিন্ন স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শীর ব্যবস্থা করে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/পিএল)