পঞ্চগড়ে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০, ১৫:২০

পঞ্চগড় পৌর নির্বাচনে দুই কেন্দ্রে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়িসহ পোলিং এজেন্টদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে ওই ঘটনাগুলো ঘটে।

নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানিয়েছেন, পর্যবেক্ষণে গিয়ে করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এ সময় গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করা হয়। এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য আহত হয়।

অন্যদিকে তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে হঠাৎ করেই দুর্বৃত্তরা প্রবেশ করে হামলাসহ পোলিং এজেন্টদের বাইরে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে বলে জানায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই কেন্দ্রে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর আগে সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা কেন্দ্রে গিয়ে ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১৫টি ভোটকেন্দ্রের ৯৭টি বুথে ভোটগ্রহণ চলছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১। এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৮শ ৫৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ১শ ৫৩ জন।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :