লক্ষ্মীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:২৬

লক্ষ্মীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম বনি আমিন এ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

এর মধ্যে নিবন্ধন না থাকা, অভিজ্ঞ টেকনিশিয়ান ও মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করার অপরাধে মীম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, মা ও শিশু হাসপাতাল ডায়গনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা সি গ্রেট লাইন্সকে বি গ্রেট লাইন্স বলে মিথ্যা তথ্য দেয়াসহ নানা অনিয়মের কারণে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার ও নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুর একের পর এক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠেছে। নেই নিবন্ধন, দক্ষ টেকনিশিয়ান বা যন্ত্রপাতি। এমন সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অবৈধ ডায়াগনস্টিক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :