চাটমোহরে নৌকা ৬৮১২, ধানের শীষ ৮৫ ভোট

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৩৯ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৩৫
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (ফাইল ছবি)

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ছয় হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) পেয়েছেন ৮৪২ ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (জগ) পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদের হলরুমে নয়টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ২৩৭ জন। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :