কবিতা: লেক অন্টারিও’র বরফ ও হাঁস দুটি

দেলোয়ার হোসেন
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:১৫ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০, ১৬:০৪

দ্যাখো, হাঁস দুটি আজও পাড়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে, চুপচাপ

অসহায় গৃহহারা ভয়ার্ত সংখ্যালঘুর মতো।

আমাকে তুমি কিভাবে নির্ভার থাকতে বলো জানালার এ পাশে?

এই দুঃসময়েও কেন তারা খুঁজে নিচ্ছে না কোনো উঞ্চ প্রস্রবন?

লেক অন্টারিও’র গাঙচিল, পানকৌড়ের মতো।

ওই লাল ঠোঁঠের হাঁস দুটির নির্লিপ্ততা আমাকে ক্লান্ত করে দিচ্ছে, মাগো

লোয়ার স্পাডিনার নাতিশীতোষ্ণ কামরায় কি করে ভালো থাকি বলো?

বরফের পিরামিডে ম্যাপল আর লাল চেরিরা যেন আজ সদ্য তৈরি মমি

চুঁড়ইদের দ্যাখো-ঘরের কার্নিশে, উলান বাটরের বুদ্ধিমান হার্মিংবার্ডের মতো

কিন্তু হতভাগা এই হাস দুটো? তারা কি খুঁজে নিবে না কোনো নিরাপদ প্রান্তর?

এক সময় এক পা দুই পা করে তারা হেটে যায় বরফের দিকে

একবার, দুবার যারা বসতবাড়ি কেড়ে নিচ্ছে বারবার

অত:পর দৃষ্টি ঝাপসা হবার পর পাড়ে ফিরে আসে আবার

বাংলাদেশের চলন বিলের দুষ্ট শিকারি

এবং এই দখলদার বরফের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না তারা

উচ্চস্বরে মুখ আকাশের দিকে তুলে হাঁস দুটি নালিশ জানায় বিধাতার কাছে

৩০ ডিসেম্বর, ২০২০, টরন্টো, কানাডা

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :