আ.লীগ ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি হয়: প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:২১

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এদেশের মানুষ যখনই নৌকা মার্কা ভোট দিয়েছে, তখনই কোন না কোন কিছু পেয়েছে। নৌকা প্রতীক, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষকে অন্য কোন রাজনৈতিক দল ভালো কিছু উপহার দিতে পারেনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আর অন্যান্য রাজনৈতিক দল যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে, বিশ্বের দরবারে তিরস্কৃত হয়েছে।

আ.লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “গণতন্ত্রের বিজয় দিবস”পালন উপলক্ষে নাটোরের সিংড়ায় বুধবার বেলা সাড়ে ১১টায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিংড়ার মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে কোর্ট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ।

এসময় আরো বক্তব্য দেন- পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ হাসান ইমাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :