অনলাইনে চলছে ১০ দিনের ইসলামিক বইমেলা

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২০, ২১:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি ও ওয়াফি লাইফ ডটকমের আয়োজনে অনলাইনে চলছে ১০ দিনের ইসলামিক বইমেলা। ২৯ ডিসেম্বর মঙ্গলবার এই মেলা শুরু হয়েছে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

মেলায় বাংলাবাজারের প্রথম সারির ৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাওয়া যাচ্ছে। ক্রেতারা সর্বোচ্চ ৫২% পর্যন্ত ছাড় পাবেন। মেলা উপলক্ষে ২০টির বেশি নতুন বই প্রকাশিত হয়েছে।

মেলায় ২৫০+ টাকার অর্ডারে থাকবে প্রিমিয়াম বুকমার্ক ফ্রি। (প্রতি অর্ডারে সর্বোচ্চ ১টি) ৭৫০+ টাকার অর্ডার করলে একটি বই ফ্রি। (স্টকে থাকা পর্যন্ত)। প্রত্যেক অর্ডারকারী পাবেন খাস ফুডের পক্ষ থেকে ১০০ টাকার গিফট ভাউচার। প্রতিদিনের সেরা ক্রেতা পাবেন খাস ফুডের পক্ষ থেকে ৯৫৫ টাকার গিফট হ্যাম্পার। ওয়াফি লাইফের সারা বছরের সেরা তিনজন কাস্টমার পাবেন আকর্ষণীয় গিফট।  

অনলাইন ইসলামিক বইমেলা থেকে বই কিনতে ক্লিক করুন https://www.wafilife.com/bsip-book-fair/ এই লিঙ্কে।

মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রকাশনীর মধ্যে রয়েছে: মাকতাবাতুল আশরাফ, রাহনুমা প্রকাশনী, সমকালীন, গার্ডিয়ান, হুদহুদ, কালান্তর, নবপ্রকাশ, আবরন প্রকাশন, মাকতাবাতুল আসলাফ, দারুল আরকাম, বইঘর, আর-রিহাব, রুহামা, বইপল্লি, নাশাত, মাকতাবাতুল হাসান, সিয়ান পাবলিকেশন্স, কানন, মাকতাবাতুল বায়ান, সমর্পণ, মাকতাবাতুল ইত্তিহাদ, মাকতাবাতুত তাকওয়া, আযান প্রকাশনী, জাদিদ, দ্য সুলতান, পথিক, হাসানাহ, নিয়ন ও পড়প্রকাশ।

মেলার উদ্যোক্তাদের একজন রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী ও সমিতির আহ্বায়ক মাহমুদুল ইসলাম জানান, প্রতি বছর রবিউল আউয়াল উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামি বইমেলা হয়ে থাকে। এবার মহামারি করোনাভাইরাসের কারণে সেই মেলা হয়নি। পাঠকদের দোড়গোড়ায় ভালোমানের ইসলামি বই পৌঁছে দিতে আমরা অনলাইনে বইমেলার এই উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে অনেক সাড়া মিলেছে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেবি)