দ্রুতগতির ইলেকট্রিক বাইক এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১০:০০

বাজারে এলো দ্রুতগতির ইলেকট্রিক বাইক। ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিমি গতিতে ছুটতে পারবে এই বাইক। সম্প্রতি ভারতের বাজারে বাইকটি বিক্রি শুরু হয়েছে। এটি তৈরি করেছে ক্রিডিন নামের একটি প্রতিষ্ঠান। ভারতে ই-বাইকটি বিক্রি হচ্ছে ১.২৯ লাখ রুপিতে।

নতুন প্রযুক্তির ইলেকট্রিক বাইকটিতে ৩ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই মোটর ৭.৪ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। এর টর্ক ১৬০ নিউটন মিটার।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এক চার্জে বাইকটি নরমাল মোডে ৮০ কিলোমিটার পথ চলতে পারবে। ইকো চলবে ১১০ কিলোমিটার।

নিরাপত্তার জন্য এর সামানের চাকায় ২৪০ মিলিমিটারের ডিস্ক ও পেছনের চাকায় ২২০ মিলিমিটারের ডিস্ক ব্রেক দেয়া হয়েছে। সঙ্গে আছে কমবাইন্ড ব্রেকিং সিস্টেম।

বিশেষ ফিচার হিসেবে বাইকটিতে রয়েছে ডিজিটাল অডোমিটার ও ব্লুটুথ কানেকটিভিটি।

দুইটি আলাদা ভার্সনে ই-বাইকটি পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা