বিবিরচরে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১২:০৬

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এবং দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে শেরপুরের নকলায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ দিন শেরপুরসহ আশপাশের জেলা জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে আসা ৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আর এ ঘোড় দৌড় দেখতে হাজারো মানুষের সমাগম হয়।

ঘোড় দৌড় প্রতিযোগিতার পাশাপাশি এখানে গ্রামীণ মেলাও বসে। মেলায় বিভিন্ন রকম খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা।

খেলা শেষে বিবিরচর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সোহেল, বদরুজ্জামান (বদ্দি), হযরত আলী, বেলায়েত হোসেন আকন্দ, এসএম খোরশেদ আলম সবুজ, মাজাহারুল ইসলাম, সুমন আহাম্মেদ, শাহীনুর ইসলাম শামীম, নূর ইসলাম, রুবেল সরকার প্রমুখ।

খেলায় টাঙ্গাইলের প্রতিযোগী আবুল হোসেন প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, রাইসকুকারসহ নানা ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :