এলজি আনছে ৫জি ফোন

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২০, ১৪:৪৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

পরবর্তী প্রজন্মের  স্টাইলো স্মার্টফোন নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে এলজি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই এলজি স্টাইলো সেভেন ৫জি মডেলের লুক এবং ডিজাইন। 

ওয়ান লিকসের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এলজি স্টাইলো সেভেন ৫জি মডেলে ডিসপ্লের ঠিক উপরে সেলফি ক্যামেরার জন্য দেওয়া হচ্ছে পাঞ্চ-হোল কাট। এই মডেলে ৬.৮ ইঞ্চির প্যানেল থাকবে বলে জানা গিয়েছে। 

এই নয়া স্মার্টফোনের ব্যাক প্যানেলে গ্লাস বডি দেওয়া হবে আর সেখানেই থাকবে ক্যামেরা মডিউল। সেটআপে তিনটি ক্যামেরা সেন্সরস থাকবে বলে জানা গিয়েছে।

নিরাপত্তার জন্য স্ক্রিনেই দেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির সাইডে থাকছে ভলিউম এবং পাওয়ার বাটন।  গুগল অ্যাসিসট্যান্টের জন্য একটি ডেডিকেটেড বাটনও থাকছে এই ফোনে। কানেক্টিভিটির জন্য এই মডেলে ইউএসবি  টাইপ সি পোর্ট,  ৩.৫ হেডফোন জ্যাক এবং স্টাইলাস থাকবে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজেড)