সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১৫:১৯

সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের এসব দুর্ঘটনার একটি হয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায়। সেখানে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের সহকারী মারা গেছেন। আর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হড়িনচড়া এলাকায় দূরপাল্লার বাসের চাপায় ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন এবং হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, সকালে সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন। রাস্তার কাজে ব্যবহৃত একটি ট্রাক মিক্সার মেশিন নিয়ে যাবার সময় আরেকটি ট্রাককে ধাক্কা দিলে সামনের ট্রাকের সবাই ছিটকে পড়েন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলার দোবিরগঞ্জ গ্রামের ফজল হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন।

অন্যদিকে জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হড়িনচড়া এলাকায় বাসচাপায় ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া খাতুন (৬১) গুরুদাসপুর উপজেলার সোবাহান প্রামাণিকের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, আমি এখন নিহতের বাড়িতেই আছি।

ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :