অবৈধভাবে মাটি কাটার দায়ে ভাটা মালিককে লাখ টাকা জরিমানা

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২০, ১৫:২২

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস

খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গুইমারার ছনখলা উতুল পাড়াতে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন তিনি। এছাড়াও তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই সংবাদ পেয়ে এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যান। বাকি মিনিট্রাকগুলো মাটিভর্তি অবস্থায় ধরা পড়ে। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতিবিহীন মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে এ জরিমানা করা হয়েছে। 

এ সময় গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, অবৈধভাবে মাটি কাটা, গাছ পুড়িয়ে ইট প্রস্তুতকরণসহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)