নয় লাখ গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:০৩

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সারাদেশে নয় লাখ গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসব পরিবারের তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে তাদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। এই কাজ শেষ হলে দেশে কোন পরিবার আর গৃহহীন থাকবে না। ’

বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। মুজিব শতবর্ষে সারাদেশে এক হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ৭২৬টি গৃহ নির্মাণ কাজ এখন শেষের পথে। আগামী ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এসব গৃহ হস্তান্তর করা হবে। ’

এদিকে নির্মিতব্য বাড়ির সুফলভোগী গৃহপরিচারিকা চায়না খাতুনের বাড়ি পাওয়ার আনন্দে বলেন, ‘নামাজ পড়ে শেখ হাসিনার জন্যে প্রাণ খুলে দোয়া করব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন-আল-ওয়াদুদ, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, এসিল্যান্ট রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

পরিদর্শন শেষে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও চৌগ্রামে এক হাজার ৪০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক। এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :