ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২১, ০৮:১৪

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

বৃহস্পতিবার বিকালে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২০)।

অনুষ্ঠানে বিডিজেএসও চূড়ান্ত পর্বের বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে বিডিজেএসও ক্যাম্পে অংশ নেয়া ১০০ জন শিক্ষার্থী থেকে ছয় জন চুড়ান্ত বিজয়ী এবং চার জন অনারেবল মেনশন পাওয়া শিক্ষার্থীদের এই পুরস্কার দেয়া হয়। 
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি মুনির হাসান, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

বিডিজেএসওর আঞ্চলিক পর্বে নিবন্ধন করেছিল ১০ হাজার শিক্ষার্থী। এদের থেকে অনলাইন আঞ্চলিক পর্বে তিন হাজার শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর এই তিন হাজার শিক্ষার্থী অনলাইন জাতীয় পর্বে অংশগ্রহণ করে।

জাতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে ১০০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ১০০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় অনলাইনে ষষ্ঠ বিডিজেএসও ক্যাম্প। ক্যাম্প টেস্ট ও বিডিজেএসও-র সকল পর্বের পারফরমেন্সের ভিত্তিতে সেরা ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজেড)