হাওরের শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ধর্ষণ আতঙ্ক

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২১, ১৩:২৯

সুনামগঞ্জের ১১টি উপজেলার মধ্যে তাহিরপুর, জামালগঞ্জ, র্ধমপাশা, দিরাই, শাল্লাসহ বেশির ভাগ উপজেলা হাওরবেষ্টিত। এইসব উপজেলার বেশিরভাগ শিক্ষার্থীকে সিলেট বা সুনামগঞ্জ জেলা সদরে পড়াশোনার জন্য যাতায়াত করতে হয়। সেখানে যাতায়াতে তাদের একমাত্র ভরসা বাস, সিএনজি ও লেগুনা এবং বর্ষায় নৌকা।

তবে, সম্প্রতি জেলার দিরাই উপজেলায় চলন্ত বাসে হেল্পার-ডাইভার কর্তৃক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার পর থেকে আতঙ্কে আছেন হাওরপাড়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

এলাকাবাসী বলেন, ‘আমরা হাওর পারের মানুষ, ছেলে-মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সিলেট না হয় সুনামগঞ্জে পাঠাতে হয়। কিন্তু শিক্ষিত হতে গিয়ে যদি ধর্ষণের শিকার হতে হয়। তাহলে কোন ভরসায় আমরা বাড়ির বাইরে মেয়েদের পড়াশোনা করার জন্য পাঠাব?’

চলন্ত বাসে কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীর স্বজনরা।

দিরাই উপজেলা সদরের বাসিন্দা আমিন মিয়া বলেন, ‘সম্প্রতি চলন্ত বাসে যে ঘটনা ঘটেছে সেটা বলার মতো ভাষা আমার কাছে নেই। আমরা রীতিমত মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছি। সরকারের কাছে জোর দাবি জানাই, ওই চালক এবং হেলপারকে এমন শাস্তি দেয়া হোক যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

দিরাইয়ের বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘আমার বড় মেয়ে সিলেট এমসি কলেজে পড়ে। গাড়ি ছাড়া সিলেটে যাওয়ার কোনো পথ নেই। কিন্তু দেশে তো মেয়েদের নিরাপত্তা নেই, এখন কী করব বুঝতে পারছি না। ওই বাসচালকের হেল্পার আটক হলেও এখনও চালক ও তার আরেক সহযোগিতা আটক হয়নি। তাদের দ্রুত আটক করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কোন চালক এমন কাজ করতে ভয় পায়।’

এদিকে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে চলন্ত বাসে যে ঘটনার শিকার হয়েছে তা যেন আর কোন মেয়ের সঙ্গে না ঘটে, এজন্য আমি দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/১জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :