লেখাপড়ার পাশাপাশি খেলায় পড়ে থাকতাম: প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২১, ১৯:০৮

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি খেলায় পড়ে থাকতাম। খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। তাই প্রত্যেক বাবা-মার উচিৎ সন্তানের মানসিক বিকাশে সহায়তা করা। খেলার মাধ্যমে লড়াকু মেজাজ গড়ে উঠে, যা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।’

শুক্রবার বিকাল ৪টায় প্রাক্তন শিক্ষার্থী সমিতির আয়োজনে নাটোরের কলম উচ্চ বিদ্যালয় মাঠে কলম ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। সত্তর শতাংশ তরুণ, সাড়ে ৪ কোটি ছাত্র-ছাত্রীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করছে। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনা এবং সুস্থ মনের বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে।

এসময় বিকেএসপির সাবেক ক্রিকেটার ও কলম ক্রিকেট একাডেমির প্রধান প্রশিক্ষক তারিকুল ইসলাম জানান, এখানে প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠারন বক্তব্য দেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ঢাকা রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া, সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু প্রমুখ।

পরে শীতার্থদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :