গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে তাড়াশের ইউএনও

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২১, ১১:৫৫

কনকনে শীতে কাঁপছে সারা দেশ। বাদ যায়নি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গরিব-দুঃখী মানুষও। হিমেল হাওয়ায় চরম বিপাকে পড়ছেন চলনবিল অধ্যুষিত এই উপজেলার অসহায় মানুষগুলো। এসব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তাদের বাড়িতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম।

গত কয়েকদিন ধরেই অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করছেন ইউএনও মেজবাউল। কনকনে ঠাণ্ডায় শীতবস্ত্র হাতে ইউএনওকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ছিন্নমূল দুস্থ, অসহায় লোকজন। গতকাল রাতেও বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেন মেজবাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :