জয়পুরহাটে পরিবহন শ্রমিকদের মধ্যে স্কাউটসের মাস্ক বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২১, ১৭:১৩

মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি-এই শ্লোগানকে সামনে রেখে জেলা স্কাউটসের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাসব্যাপী করোনা সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার ও জেলা স্কাউটসের সহসভাপতি মোহাম্মদ সালাম কবির। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে মাস্ক পরার বিকল্প নেই। করোনা প্রতিরোধে জেলা স্কাউটসের পক্ষ থেকে মাস ব্যাপী ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছে। পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন স্কাউটস সদস্যরা।

তিনি জানান, জেলা শহরের ২০টি পয়েন্টে জেলা স্কাউটসের সদস্যরা করোনা সচেতনতামূলক ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ করছে।

ঢাকাটাইমস/২ জানুয়ারি/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :