মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের ৩১তম প্রতিষ্ঠাবাষিকী পালিত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২১, ১৭:৪৪

মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব- স্লোগানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। শনিবার অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া কেট কাটা ও আলোচনা অনুষ্ঠান হয়।

দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম মোহাম্মদ জামাল হোসেন । তিনি বলেন,মাদকের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ২০২১ সালে মাদক নিয়ন্ত্রণ না হলে দেশের নতুন প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। মাদককে নিরমূল করতে হলে আমাদের সকলকে আরো ভুমিকা রাখতে হবে।,সাংবাদিকরা মাদকদ্রব্য সেবনের কুফল নিয়ে রিপোট পত্রিকায় প্রকাশ করায় মাদক সেবন অনেক গুন কমেছে।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সকল কাজে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আমরা চাঁদপুরকে মাদক থেকে মুক্ত করবো এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার।

ঢাকাটাইমস/২ জানুয়ারি/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :