সরকারি জমির মাটি কেটে ভাটায় বিক্রি, ইউপি সদস্যকে জরিমানা

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২১, ২০:২১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ী সদর উপজেলা শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকারি খাস জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সাবেক ইউপি সদস্য ও কৃষক লীগ নেতা ইলিয়াছ মোল্লা মিঠু নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইলিয়াছ মোল্লা মিঠু শহীদ ওহাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বড়নূর পুর গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে। তিনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ীর সদর উপজেলা এসিল্যান্ড আরিফুর রহমান।

জানা গেছে, শুক্রবার দুপুরে সদর উপজেলার শহীদ ওহাবপুর বড়নুলপুর এলাকা থেকে অবৈধভাবে সরকারি খাস জমির মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় ওই সাবেক ইউপি সদস্যকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানের সহযোগিতা করেন রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ীর ব্যাটিলিয়ন আনসার সদস্যরা। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)