কবিতা

নিজেকে জানো, নিজেকে চেনো

ড.নেয়ামত উল্যা ভূঁইয়া
| আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৯:২৯ | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২১, ০৯:১০

নিজেকে চিনিনি, জানিনি নিজেকে

বুঝিনি নিজেকে কিছু,

পরকে জানতে কাটলো জীবন

অপরের পিছুপিছু।

উত্তমরূপে চিনলে নিজেকে

রবকেও চেনা যায়,

নবির শিক্ষা মানিনি,জীবন-

যাপনের পন্থায়।

শেকড়ছিন্ন জ্ঞান-আলিঙ্গনে

এই বুজদিল উদ্বাহু,

মূল্য দেইনি সেই শিক্ষার,

' মান আরাফা নাফসাহু ',

বুঝিনি জ্ঞানের সারমর্ম

' ফাকাদ আরাফা রাব্বাহু,'

তাইতো আমাকে গ্রাস করে নিলো

ইবলিশরূপী পাপরাহু।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :