স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ড আনছে ওয়ানপ্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২১, ১৬:৪৬

স্মার্টফোনের জনপ্রিয়তার পর এবার স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ আনছে চীনের ফ্লাগশিপ কিলার ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির প্রধান পিট লও জানিয়েছেন, ২০২১ সালের প্রথম দিকেই বাজারে আসবে নতুন এই স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ড।

স্মার্টওয়াচের আগে ফিটনেস ট্র্যাকার আসবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ এ নিয়ে ওয়ানপ্লাস খোলাসা করে কিছু জানায়নি।

শোনা যাচ্ছে, স্মার্টওয়াচের পাশাপাশি ফিটনেস ব্যান্ড ট্র্যাকার নিয়েও কাজ করছে ওয়ানপ্লাস। এ ক্ষেত্রে একই সঙ্গেও দুইটি ডিভাইন লঞ্চ হতে পারে।

অ্যানড্রয়েড সেন্ট্রালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে পারে ওয়ানপ্লাস।

বাজারের অন্যসব স্মার্টওয়াচের থেকে সম্পূর্ণ আলাদা ভাবে ডিজাইন করা হবে ওয়ানপ্লাসের এই ফিটনেস ব্যান্ডটি।

বাজারে আসলে ওয়ানপ্লাসের নতুন ডিভাইস দুইটির দাম হবে মাধ্যমানের।

ওয়ানপ্লাসের ফিটনেস ব্যান্ডে ওলিড ডিসপ্লে থাকতে পারে। থাকবে ওয়াটার রেজিস্ট্যান্স ফিচারও। ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপও ভালো হবে। সিঙ্গেল চার্জে কয়েকদিন পর্যন্ত চলবে এটি।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা