লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২১, ১৭:০৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের প্রথমদিন পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির মোট ১৯৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ কোম্পানিটি মোট ৯৬ লাখ ২৪ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৪০ লাখ ১৯ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ৯৭ লাখ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, বাংরাদেশ সাবমেরিন কেবলস, শাইনপুকুর সিরামিকস ও বিএটিবিসি।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/ইএস)